আব্দুল বারী খন্দকার 1 year ago
আব্দুল বারী খন্দকারঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে নিঃস্ব ৩টি পরিবারের পাশে দাঁড়ালেন তারা সদর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল শেখ। মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। চেয়ারম্যান বাবুল শেখ জানান আগুন লাগার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। বিকেলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করি। তাদের স্থায়ী পূনর্বাসনের জন্য আমার সহায়তা অব্যাহত থাকবে। আমি তাড়াশ উপজেলা প্রশাসন ও বিত্তবানদের নিকট আহ্বান জানাব তাদের পাশে দাঁড়ানোর জন্য। উল্লেখ্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরে আগুন লেগে ৩টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, টিভি, ফ্রীজ, নগদটাকা, গহনা, একটি গোডাউন ঘরে রাখা প্লাস্টিক সামগ্রী সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, পৌর সদরের পুর্বপাড়ার সুধির চন্দ্র দাসের ছেলে উজ্জলের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে তার অপর দুই ভাই নিরেন ও লিটোনের ঘরেও ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এলেও ততক্ষনে ৩টি পরিবারের সব কিছু পুরে ভষ্মিভুত হয়ে যায়।
আব্দুল বারী খন্দকার