ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

তাড়াশে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৩টি পরিবার

আব্দুল বারী খন্দকার 1 year ago

তাড়াশ ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৩টি পরিবার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরে আগুন লেগে ৩টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, টিভি, ফ্রীজ, নগদটাকা, গহনা, একটি গোডাউন ঘরে রাখা প্লাস্টিক সামগ্রী সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়,  পৌর সদরের পুর্বপাড়ার সুধির চন্দ্র দাসের ছেলে উজ্জলের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে তার অপর দুই ভাই নিরেন ও লিটোনের ঘরেও  ছড়িয়ে পড়ে।খবর পেয়ে  ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এলেও ততক্ষনে ৩টি পরিবারের সব কিছু পুরে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ নিরেন চন্দ্র দাস জানান, আগুন লাগার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না। ধারনা করছি ছোট ভাই উজ্জলের ঘরে  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আমাদের তিন ভাইয়ের বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আমাদের আর কোন উপায় নাই। 
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচাজ মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই। ১ ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বাড়িটি টিন ও কাঠের তৈরি, প্লাস্টিকের গোডাউন এবং ২টি সিলিন্ডারের  গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রন করা গেলেও কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। 
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দ্রæততম সময়ের মধ্যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।  

আব্দুল বারী খন্দকার

এই সম্পর্কিত আরও খবর