ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

শুরুতেই ইবাদতের আঘাত

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন ব‍্যাটিংয়ে আফগানিস্তান 1 year ago

শুরুতেই ইবাদতের আঘাত

মেঘলা আকাশের নিচে দিনের প্রথম সাফল্যের জন্য বেশি অপেক্ষা করালেন না ইবাদত হোসেন চৌধুরি। তৃতীয় ওভারেই তিনি ড্রেসিং রুমে ফেরত পাঠালেন আগের দিন শেষ দিকে ভালো ব্যাটিং করা নাসির জামালকে।  

ইবাদতের ফোর্থ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি জামালের ব্যাটের শোল্ডারে লেগে চলে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচে তাদের বিদায় নিশ্চিত করেন বাংলদেশ অধিনায়ক লিটন দাস। 

৬ রান করে ফিরেছেন জামাল। ক্রিজে রহমত শাহর সঙ্গী হতে নেমেছেন আফসার জাজাই।

জয়ের জন্য ৮ উইকেটের অপেক্ষা

দাপুটে ব্যাটিং-বোলিংয়ে মিরপুর টেস্টে বড় জয় দেখছে বাংলাদেশ। আগের দিন শেষ দিকে দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে এবার বাকি ৮ উইকেট নেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন নামছে স্বাগতিকরা। 

আফগানিস্তানের সামনে কাজটা ভীষণ কঠিন। ম্যাচ জিততে তাদের করতে হবে আরও ৬১৭ রান! পরাজয় এড়াতেও ব্যাট করতে হবে পুরো দুই দিন। সফরকারীদের জন্য যা একরকম অসম্ভবই বটে। 

তবে তাদের জন্য আশীর্বাদ হতে পারে প্রকৃতি। চতুর্থ দিন দুপুরের পর রয়েছে তুমুল বৃষ্টির শঙ্কা। তার আগ পর্যন্ত সময় কাটিয়ে দিতে পারলে হয়তো কিছুটা সহজ হবে তাদের কাজ। আর বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে বৃষ্টি নামার আগেই বাকি কাজ সারতে।

 

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন ব‍্যাটিংয়ে আফগানিস্তান