নিউজ ডেস্ক 1 year ago
সিরাজগঞ্জের চৌহালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মামলার একমাত্র আসামি সেলিমকে (১৭) গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত সেলিমকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. নাহিদ রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সেলিম চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের হাট ঘোরজান গ্রামের ইউসুব আলীর ছেলে ও স্থানীয় বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছি।
স্কুলছাত্রী ও মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নে। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ালেখা করে।
এ অবস্থায় একই স্কুলের ছাত্র সেলিমের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সেলিম স্কুলছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই স্কুলছাত্রী এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। স্কুলছাত্রীর পরিবার বিষয়টি সেলিমের পরিবারকে জানায় কিন্তু সেলিমের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা বিয়ে দিতে রাজি হয়নি।
স্কুলছাত্রীর পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করেও বিচার পায়নি। পরে তারা মামলা করার সিদ্ধান্ত নেন। বুধবার স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে সেলিমকে আসামি করে চৌহালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক
তাড়াশ কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার ইসলামি জালসা অনুষ্ঠিত
তাড়াশে জমিতে পানি সেচ দেওয়া কে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ৫
তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ
তাড়াশে পুলিশ কনষ্টেবলের রাজসীক বিদায়
তাড়াশ উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অভিষেক অনুষ্ঠিত
তাড়াশে থানা পুলিশের অভিযানে ২০ জুয়াড়ী আটক
বিনোদপুর- চৌবাড়ীয়া ও কুসুম্বী মহেশ্বর মহা শ্মশান সেতুর উদ্বোধন।
তাড়াশে সড়ক দুর্ঘটনায় বাবার সামনেই ছেলে নিহত
সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখি ভবনের উদ্বোধন
ধর্ষণে নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, কিশোর গ্রেফতার
ক্ষমতা-সাম্রাজ্য-সভ্যতার অবসান কেন, কীভাবে হয়
তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী