অনলাইন ডেস্ক 1 year ago
কোরবানির ঈদে আসছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এটি নির্মাণ করেছেন ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাতা জুটি সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ। সিরিজটি অন্তর্জালে মুক্তি পাচ্ছে আগামী ২৮ জুন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) ট্রেলার প্রকাশ হয়েছে ওয়েব সিরিজটির। যেখানে অ্যাকশন ও রহস্যের পাশাপাশি মিলেছে এক অসহায় নারীর হতাশার বহিঃপ্রকাশও।
সিরিজটিতে মাহিদ চরিত্রে রয়েছেন এফ এস নাঈম এবং নীরা চরিত্রে বিদ্যা সিনহা মিম। এই সিরিজটির মাধ্যমে প্রথমবার হইচইয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মিম। অন্যদিকে, জনপ্রিয় সিরিজ কারাগারে অভিনয়ের জন্য ব্যাপকভাবে সমাদৃত এফ এস নাঈমের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তনের সিরিজ ‘মিশন হান্টডাউন’।
সিরিজটিতে এটিএস (এন্টি টেরোরিস্ট স্কোয়াড)-এর প্রধান মাহিদের গল্প দেখানোর পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরাকে। গল্পে নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায় কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।
এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা একসঙ্গে তার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে মিশন শুরু করে। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন এক মোড় নেয়।
‘মিশন হান্টডাউন’-এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও এ কে আজাদ সেতু। ‘মিশন হান্টডাউন’ এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউন’ আমার কাছে এক প্রকার সাধনার মত। আমি গত চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি, চরিত্রটিতে কাজ করার সুযোগটি আমার জন্য সত্যি অন্যরকম। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি হইচই এবং এই সিরিজের নির্মাতাদের কাছে খুবই কৃতজ্ঞ। বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।
ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, ‘ট্রেলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অত্যন্ত অভিভূত এবং আশা করি দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটির মুক্তির পরও দেখাবেন।’ প্রথমবার হইচই অরিজিনাল সিরিজে অভিনয় করলেন মিম। এই অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিচালক সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ আমাকে ঠিক এমন একটি জটিল চরিত্রকে জীবন্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন।’
অনলাইন ডেস্ক