নিউজ ডেস্ক 1 year ago
অদ্ভুত সাজ-পোশাক আর নানা রকম মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থাকেন ভারতের মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। এই সাজপোশাকই মাঝেমধ্যে বিপদে ফেলে উরফিকে। এবারও তেমন কাণ্ডই ঘটলো।
সম্প্রতি এক ভক্তের সাথে সেলফি তুলতে গিয়ে পোশাক বিড়ম্বনায় হুমড়ি খেয়ে পড়ে যান উরফি। তবে যার জন্য তার এই দুরবস্থা, সেই ভক্ত কিনা তাকে কোনো রকম সাহায্য না করে ঠাঁয় দাঁড়িয়ে থেকেছে!
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেলফি তুলতে দাঁড়ানোর পর হঠাৎ করে পা ভাঁজ হয়ে পড়ে যান উরফি। এ সময় দূর থেকে এক ব্যক্তি এসে উরফির হাত ধরে টেনে তোলেন। বিব্রত হাসি হেসে উরফি ফের ছবি তোলার জন্য দাঁড়ান। কিন্তু ওই ভক্তকে দেখা যায় 'নির্বিকার'। বরং উরফি উঠে দাঁড়ানোর পর তার সঙ্গে ছবি তোলেন তিনি।
ভক্তের এমন কাণ্ডে অনেকে চটলেও কেউ কেউ মনে করছেন ওই মুহূর্তে ঠিক কী করা উচিত সেই সিদ্ধান্ত নিতে পারেননি ওই ব্যক্তি।
নিউজ ডেস্ক