ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

জার্মানিতে মার্কিন নাগরিকের হামলায় নারী পর্যটকের মৃত্যু

নিউজ ডেস্ক 1 year ago

তাকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আহত ২২ বছর বয়সী সঙ্গী এখনও হাসপাতালে আছেন।

ইউরোপের জনপ্রিয় পর্যটন গন্তব্য জার্মানির নয়শওয়ানস্টাইন দুর্গের কাছে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের হামলায় আহত হওয়ার পর এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জার্মানির পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিক সেখানে দুই নারী পর্যটকের ওপর হামলা চালিয়েছিলেন, তাদের মধ্যে গুরুতর আহত ২১ বছর বয়সী নারী রাতে নিকটবর্তী একটি হাসপাতালে মারা যান।

তাকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আহত ২২ বছর বয়সী সঙ্গী এখনও হাসপাতালে আছেন।

এ ঘটনায় সন্দেহভাজন ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, মারিয়েনব্লুখা সেতুর (এই সেতুটি থেকেও দুর্গটি দেখা যায়) কাছে একটি বনপথে ওই দুই নারী সঙ্গে ৩০ বছর বয়সী ওই আমেরিকানের দেখা হয়, তিনি তাদের একটি নিরালা বনপথে নিয়ে যান যার শেষ প্রান্ত থেকে দুর্গটি দেখা যায়।

এরই এক পর্যায়ে ওই ব্যক্তি ২১ বছর বয়সী নারীকে আক্রমণ করেন, তখন ২২ বছর বয়সী নারী তাকে বাধা দেন, ওই পুরুষ তার গলা টিপে ধরে তাকে একটি খাড়া ঢাল দিয়ে ফেলে দেন।

নিউজ ডেস্ক