ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

বিশ্বজুড়ে সেবা ব্যাহতের পর আবার সক্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

সাইবার–জগৎ 1 year ago

বিশ্বজুড়েই মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠার পর এখন আবার অ্যাপগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

সার্ভার ডাউন (সার্ভারজনিত সমস্যা) হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অনলাইন ফোনকল ও বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, হাজারো ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

গতকাল শুক্রবার এ সমস্যার শুরু হয়। তারা বলছে, ২০ হাজারের বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এ সমস্যার সম্মুখীন হন। তবে সব ব্যবহারকারী এ সমস্যার সম্মুখীন হননি।

মেটার অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্মের কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নিত হয়।

দুই ঘণ্টার বেশি সময় পর এ সমস্যার সমাধান করতে সক্ষম হয় মেটা কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স ও নাইটটুফাইভ ম্যাক ডটকম

সাইবার–জগৎ